১ জুন ২০২২
যেকোনো স্মৃতির পাশে
যেকোনো স্মৃতির পাশে আমার পঞ্চম গদ্যের বই। এইসব গদ্যের সামগ্রীর উপাদান মূলত কি—এর অন্তর্নিহিত উপমার বৈশিষ্ট্যই বা কি, সেই গোলকধাঁধায় জড়াতে চাই না। শিল্পের নানান শাখাপ্রশাখা, ডালপালা রয়েছে। শুধু আলোচ্য বিষয়াবলীই নয়। জানতে হলে পড়ার বিকল্প নেই। সচেতন পাঠক বলতেই জানার কথা—আমার গদ্যের মাপকাঠি কি!
বইটি প্রকাশ করেছে দারুল ইলম প্রকাশনী। রকমারিসহ বিভিন্ন অনলাইন বুকশপগুলোতে পাওয়া যাবে।
প্রচ্ছদ: ফয়সাল মাহমুদ
পৃষ্ঠা: ৪৮
ধরন: গদ্য
গায়ের মূল্য: ১২০